বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

সুখের বিষাদ

পদচিহ্ন এঁকে দিয়ে-
বেড়ে ওঠে গল্পকাব্য, বুকে নিয়ে
প্রত্যয় কিবা আনাড়ি ছন্দশৈলী;
সময়কে প্রশ্ন করি রোজ,
কেন হারিয়ে যায় তাজা শৈশব?
কেন স্মৃতিঘরে আলো জ্বলে নীল?
কেন শব্দের ফাঁকে লুকায় দীর্ঘশ্বাস?
নিরুত্তর সময়ের ঠোঁটে বিদ্রূপ
অথবা নির্বিকার হেঁটে যাওয়া তার
অথবা জানা নেই উত্তর কিছুই;
নিয়তির হাতে সপে দিয়ে ইতিহাস
মুক্তির নেশায় ছোটা বিরতির ওপার।
হাসি কান্নায় বুনে চলা জীবন
থেমেও থেমে যাওয়ার নেই তার ফুরসৎ,
আনন্দ আজলা করে চেয়ে থাকা মুগ্ধতায়
এইতো বিষাদের সুখ, এইতো জীবন সুন্দর!

৪টি মন্তব্য: