শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

ঊনগোছালো

আমার ইচ্ছেগুলো ভীষণ পাজি
স্বপ্নগুলো সুধীর,
বুকপকেটে কাব্য গুঁজে
খুঁজেই চলি অধীর;
আমার আকাশ সমান ভাবনাগুলো
অদ্ভুতুড়ে বিলাস,
রিক্ত হাতে সিক্ত শিশির
সূর্য করি তালাশ;
আমার মেঘের ভাঁজে গল্প রাখা
বলব আমার তাকে,
গল্পদেশের জোনাকতারা
জ্বলবে চুলের ফাঁকে!


আমার মন খারাপের প্রহরগুলো
একলা সুখেই কাটে,
ভুল গোলাপের পাপড়িদলে
অশ্রুনিনাদ ফাটে;
আমার মন ভালোতেই সুখের বিলাপ
মুকুটবিহীন রাজা,
চোখের নীলে নৈদী তুফান
শুদ্ধ সবুজ তাজা;
আমার ঊনগোছালো জীবনখাতায়
মৌনী রঙের ছবি,
আমার অবাক হবার প্রতুল নেশা
নই বিষাদের কবি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন