শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

আস্থা রাখিস শেকড় সমান

বাঁচবি কি তুই নতশিরে?
কাটবে সময় অলস ঘুমে!
করবি কি তুই আঁধার রোপণ?
খুঁজবি পথে হারিয়ে স্বপন!
জাগবি কবে আগুন ক্রোধে?
হানবি আঘাত খুনের শোধে!


ভুলেই গেছিস ত্যাগ ইতিহাস
ভুলেই গেছিস কণ্ঠকাঁপন!
অবক্ষয়ের কোন পাতাতে
ধরবি কলম আত্মদহন!
গড়বি কবে খুব প্রতিরোধ?
ভাঙবি আগল দীপ্ত সুবোধ!


অন্ধ থাকিস মাটির টানে
জিৎচেতনা থাকুক প্রাণে,
জেগেই থাকিস ধরিস নিশান
আস্থা রাখিস শেকর সমান
রুখবি কবে ভীষণ বিনাশ?
এমনি যদি ঘুমেই কাটাস!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন