শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

প্রতিফলন

আয়নায় চেনা ছবি; কে তুমি?
প্রশ্নের উত্তর ফিরে আসে প্রশ্নেই।
অযুত অনুভূতি, এলোমেলো
ঋজু বিশ্বাসের প্রাচুর্য,
অনাহূত সংশয়ে কেঁপে উঠি, অপরিণত
মৃদু গুঞ্জনে টলে ওঠে প্রত্যয়;
তবু বুকে হাত রেখে এখনও বলতে পারি
একটুও খাঁদ ছিল না চেনা আস্থায়,
আমাতেই ছিলাম আমি, কতটুকু থাকা চাই!
মাঝরাতে দেয়ালে ছায়া সরে যায়
নিয়ন আলোয় কে যেন হেঁটে যায় পাশে!
নীল ছায়া কেঁপে ওঠে রূপার রোদে,
কার? আমার, তোমার অথবা...!
কোন্‌ প্রেম এঁকে থাকে ভিখিরির চাহনীতে?
লালছাপ পতাকায় ভেসে ওঠে কার মুখ?
কোন্‌ ক্রোধ সেঁটে থাকে পথশিশু-পাঁজরে?
নন্দন কবিতায় খুঁজে ফেরে কার চোখ?
আমি কি? অথবা তুমি সেখানে?
এ আমার জীবন অথবা সম্মিলিত
আমাদের কেঁদে ওঠা, আমাদের বাঁচা
যদি যন্ত্রণা বিলাতে পার-
ভাল থাকাগুলো কেন আমার নয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন