শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

ঘুমন্ত স্বপ্নেরা

ঘুম চাই স্বপ্ন সমান
বিপন্ন উদভ্রান্তের মতো জেগে থেকে
চেতনার ব্যবচ্ছেদে বিলাপের সুর নয়
এসময় নির্বোধ হবার, জ্ঞানপাপী নয়
ঘুমপ্রহরে কেঁপে উঠুক বিদগ্ধ জাগরণ
ভ্রুণের আত্মায় নড়ে উঠুক স্বপ্নপাহাড়
আমাদের দিনগুলো হয়ে যাক হিরণ্ময়
আমাদের নামগুলো মিশে যাক ইতিহাসে
আমাদের চাওয়াগুলো হয়ে থাক বজ্রপ্রপাত
ঘুম ভেঙ্গে পার হব চোরাবালি, বিপ্রতীপ দাহকাল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন